আসন্ন বাংলাদেশ সফরের জন্য ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হল রবি শাস্ত্রীকেই। মঙ্গলবার বিসিসিআইএর সচিব অনুরাগ ঠাকুর একথা জানিয়ে বলেন, সভাপতি জগমোহন ডালমিয়া নিজেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রবি শাস্ত্রীর নাম মনোনীত করেছেন। তাঁকে কেবলমাত্র বাংলাদেশ সফরের জন্য বেছে নেওয়া হল, ভবিষ্যতের সিদ্ধান্ত পরে নেওয়া হবে।’
ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা ছিল । একবার শোনা যাচ্ছিল পাকাপাকিভাবে সে জায়গায় বসানো হতে পারে সৌরভ গাঙ্গুলীকে। এরই মধ্যে সোমবার সৌরভ, শচীন ও লক্ষণকে বিসিসিআই-এর উপদেষ্টা কমিটিতে স্থান দেওয়া হয়। স্বাভাবিকভাবেই রবি শাস্ত্রীকেই ভারতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশ সফরের জন্য নিয়োগ দেওয়া হল।