আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়া হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ফলে আফগানদের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মামুনুলদের।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৪টায় বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয় বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচ। বল মাঠে গড়ানোর ৪ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে হেডের সাহায্যে দারুন এক গোল করেন জাহিদ হাসান এমিলি। এরপর আক্রমণ পাল্টা-আক্রমণ হলেও প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দু'দল।
দ্বিতীয়ার্ধে আফগানিস্তান বেশ চড়াও হয়ে খেলে। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করে। কিন্তু কোনো সুযোগই তারা কাজে লাগাতে পারেনি। এ পর্যায়ে বাংলাদেশও দারুণ কিছু সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি এমিলি-মামুনুলরা। তবুও নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ৪ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। চার মিনিটের ৩ মিনিট শেষ। চতুর্থ মিনিটের ৩০ সেকেন্ডও শেষ। আর ৩০ সেকেন্ড শেষেই জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। কিন্তু এমন সময় ডি বক্সের বাইরে থেকে ইসমত শেনওয়ারির নেওয়া একটি শট গোলরক্ষক রাসেল মাহমুদকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয়। হতাশ হওয়া আফগান শিবির উল্লাসে ফেটে পরে। এটা যে তাদের কাছে শুধু ড্র নয়, জয়ের সমান।
আগামী ১১ ও ১৬ জুন বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপ ফাইনালসের বাছাইপর্বের খেলাকে সামনে রেখে দু’টি প্রীতি ম্যাচে আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার মধ্যে এটি ছিল দ্বিতীয়। এর আগে প্রথম প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/০২ জুন, ২০১৫/মাহবুব