আগামী তিন বছরের জন্য স্পেনিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রাফা বেনিতেজ। বরখাস্ত কোচ কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন তিনি। গত দশ বছরের মধ্যে বেনিতেজ হচ্ছেন রিয়ালের অষ্টম কোচ। খবর এপির
মাদ্রিদ ইয়ুথ একাডেমি দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন বেনিতেজ। পরবর্তীতে স্পেনিশ ক্লাব ভ্যালেন্সিায় যোগ দেন তিনি। তার কোচিংয়ে ক্লাবটি ২০০২ এবং ২০০৪ সালে স্পেনিশ লীগে দুটি শিরোপা জিতে। এরপর তিনি ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন। তার অধীনে লিভারপুল ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতে।
কার্লো আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদ ২০১৪ সালে তার দশম ইউরোপীয়ান কাপ শিরোপা জেতে। তবে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ কোনো শিরোপাই জিততে পারেনি। তাই ব্যর্থতার অভিযোগে সম্প্রতি তাকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৫/শরীফ