আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে একটি মাত্র টেস্ট ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ স্কোয়াড ঘোষণা করা হয়।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার শাহাদাত হোসেন রাজীব। দলে আছেন লিটন কুমার দাস। ঘরোয়া লিগে নিয়মিত পারফরম্যান্স করে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই ডাক পেয়েছিলেন লিটন। কিন্তু অভিষেক হয়নি তার। এবার ভারতের বিপক্ষে অভিষেকের সম্ভবনা রয়েছে।
আগামী ৮ জুন ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১০ সালের পর আবারও টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে একটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে ভারত। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশ সফর করলেও সেবা শুধু তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল।
বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৫/মাহবুব