বিশ্বকাপের পরপরই মায়ের পছন্দের পাত্রী প্রিয়াঙ্কা চৌধুরীকে বিয়ে করেন ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। এরপরই আবার শুরু হয়ে যায় আইপিএলের অষ্টম আসর। ফলে হানিমুনের সুযোগ পাননি এই মারকুটে ক্রিকেটার। তাই বাংলাদেশ সফরের আগে নিজের হানিমুনটা সেরে ফেলছেন রায়না।
আইপিএল শেষে ভারতীয় দল আসছে বাংলাদেশ সফরে। আর সেই দলে রয়েছেন সুরেশ রায়না। তবে তার মাঝে দিন কয়েকের বিশ্রাম। আর সেই সুযোগে স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে হনিমুন সেরে নিতে এখন প্যারিসে ব্যস্ত রায়না।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৫/মাহবুব