ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের ১৭তম বাছাই ইতালির সারা এরানিকে মাত্র ৬৫ মিনিটে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে জয় তুলে নেন সেরেনা। ফলে ক্যারিয়ারের ২০তম গ্রান্ড স্ল্যাম ও তৃতীয় ফরাসি ওপেন জয় থেকে এখন মাত্র দুই ধাপ দূরে মার্কিন এ তারকা। সেমিফাইনালে সুইজারল্যান্ডের টিমেয়া বাসিন্সজকির মুখোমুখি হচ্ছেন তিনি। আরেক কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে সেমিফাইনালে উঠেছেন ২০০৮ সালে ফরাসি ওপেনজয়ী সার্বিয়ান টেনিস তারকা অানা ইভানোভিচ। ইউক্রেনের ইলিনা এসভিতোলিনাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে সেমিতে উঠেন তিনি। সেমিতে চেক রিপাবলিকের লুসি সাফারোভার মুখোমুখি হবেন তিনি। খবর বিবিসির
সেরেনা ২০০২ এবং ২০১৩ সালে ফরাসি ওপেন শিরোপা জিতেন। এখন পর্যন্ত ১৯টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতে সর্বকালের নারী শিরোপাজয়ীদের তালিকায় তিন নম্বরে আছেন তিনি। আর সেমিফাইনালে তার প্রতিদ্বন্দ্বী বাসিন্সজকি প্রথমবারের মতো কোনো গ্রান্ড স্ল্যামের সেমিতে উঠেছেন।
সার্বিয়ার আনা ইভানোভিচও দীর্ঘ ৭ বছর পর কোনো গ্রান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন। সর্বশেষ ২০০৮ সালে ফরাসি ওপেনের সেমিতে উঠেন এবং শেষ পর্যন্ত শিরোপাও জিতেছিলেন।
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৫/শরীফ