সাবেক টেস্ট ক্রিকেটার জহির আব্বাসকে আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আজ বুধবার এ সংক্রান্ত একটি ঘোষণা দেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। খবর দ্য হিন্দুর
পিসিবির সদস্য নাজাম শেঠি এর আগে আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু আইসিসি ওই পদের জন্য সাবেক কোনো টেস্ট ক্রিকেটারকে বেছে নেওয়ার কথা জানায়। এর প্রেক্ষিতে সোমবার শেঠি তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
৬৭ বছর বয়সী জহির আব্বাস ১৯৭৪-৮৫ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি একদিনের ক্রিকেট ম্যাচ খেলেন।
উল্লেখ্য, চলতি বছর অনুষ্ঠিত একাদশ বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানিয়ে এপ্রিলে আইসিসির প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন বাংলাদেশি আ হ ম মুস্তফা কামাল। এর পর থেকে এই পদটি খালি আছে।
বিডি-প্রতিদিন/৩ জুন ২০১৫/শরীফ