ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অষ্টম আসর চলাকালেই বান্ধবী ঋতিকার সাথে বাগদানটা সেরে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রোহিত শর্মা। কিন্তু খেলায় ব্যস্ত থাকার কারণে আনুষ্ঠানিকতা ছিল বাকি। বর্তমানে ক্রিকেটাররা ছুটিতে থাকায় এবার সেটাও শেষ করলেন রোহিত।
ভারতের বোরিভেলি স্পোর্টস ক্লাবে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে দু’জনের পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন বলিউড তারকা সোহেল খান। রোহিত লাল রঙা পাঞ্জাবিতে ছিলেন, আর ঋতিকার পরণে ছিল গোলাপী লেহেঙ্গা।
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৫/মাহবুব