জিম্বাবুয়ে সিরিজ ছাড়া ২০১৪ সালটাই ছিল বাংলাদেশের ক্রিকেটের অন্ধকারে ঢাকা। কাছে এসে হেরে যাচ্ছিল বারবার। এই হার আবার আফগানিস্তান, হংকংয়ের মতো পুঁচকে দলের বিপক্ষে। এমন পরিস্থিতি যখন গোটা দলের, তখন বিশ্বকাপ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ দেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমী। দলকে তলানি থেকে টেনে তুলতে নতুন ম্যানেজারের নিয়োগ দেয় বিসিবি। এমন একজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, যার আন্তর্জাতিক ক্রিকেট খেলার পাশাপাশি জাতীয় দলের ম্যানেজারশিপ করারও অভিজ্ঞতা রয়েছে। সেসব বিবেচনায় বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণ করে আমূল না হলেও পাল্টে দেন টাইগারদের মানসিকতার। ফিরিয়ে আনেন লড়াকু মেজাজ। যদিও অসাধারণ ক্রিকেট খেলেছেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ক্রিকেটাররা। তবে কোচ চন্ডিকা হাতুরাসিংহের পাশে থেকে দলকে ‘সুপার টিউন’ করেন খালেদ মাহমুদ। সেই খালেদ মাহমুদ ম্যানেজার ছিলেন পাকিস্তান সিরিজেও। সেখানেও বাংলাদেশ সাফল্য পায় ব্যাপক। তাই স্বাভাবিকভাবেই আসন্ন ভারত সিরিজে ম্যানেজার থাকার বিষয়ে কোনো সন্দেহ ছিল না খালেদ মাহমুদের। কিন্তু তিনি থাকছেন না বলে জানা গেছে। তার জায়গায় নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে জালাল ইউনুসকে। অবশ্য আলোচনায় শোনা যাচ্ছে সাবেক অধিনায়ক আকরাম খানের নামও। ম্যানেজার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। একই কথা বলেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়ও।
খালেদ মাহমুদ এর আগেও টাইগারদের ম্যানেজার ছিলেন। সেটা ছেড়ে দেন। ছিলেন জাতীয় দলের সহকারী প্রশিক্ষকও। তাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা মেন্টর। তার সঙ্গে ক্রিকেটারদের আন্তরিকতাও অন্যদের চেয়ে বেশি। অন্যদের চেয়ে ক্রিকেটারদের চেনা-জানাও বেশি তার। কেননা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করান তিনি। তাই জাতীয় দলের ম্যানেজারশিপ করার সময় কোনো রকম সমস্যা হয় না তার। এতসব সুবিধা থাকার পরও খালেদ মাহমুদ জাতীয় দলের ম্যানেজার থাকতে চাচ্ছেন না। ব্যক্তিগত কাজে সমস্যার সৃষ্টি হয় বলেই থাকতে চাচ্ছেন না, ‘জাতীয় দলের ম্যানেজারশিপ করা অনেক বেশি সন্মানের। আমিও করতে চাই। কিন্তু এটা করলে আমার ব্যক্তিগত জীবনের অপরাপর কাজগুলোতে সমস্যা হয়। তাই করতে চাচ্ছি না। যদি আমার সমস্যাগুলো মিটিয়ে দেয় বিসিবি, তাহলে আমার দায়িত্ব পালন করতে কোনো সমস্যা নেই।’ বিসিবি সভাপতি এই বিষয়ে খালেদ মাহমুদের সঙ্গে কথা বলার জন্য ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান দুর্জয়কে দায়িত্ব দেন। দুর্জয় মঙ্গলবার খালেদ মাহমুদের সঙ্গে কথা বলেন। এ প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘সুজন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আকরাম ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। সুজন ভাই তার সমস্যার কথা বলেছেন। এখন দেখা যাক।’
সমস্যা কি? সমস্যা একটি নয়, বেশ কয়েকটি। ক্রিকেট বোর্ডের নানাজনের বক্তব্য, এখানে বেশ কয়েকটি সমস্যা রয়েছে। সুজন প্রাইম ব্যাংকে চাকুরি করেন। তিনি যখন ম্যানেজারের দায়িত্ব পালন করেন, তখন ছুটিতে কাজ করতে হয় এবং এজন্য বেতন পান না। এটা এতদিন পুরণ করতো বিসিবি। এখন সেটা দিতে চাচ্ছে না বিসিবি। তাই রাজিও হচ্ছেন না খালেদ মাহমুদ। বিসিবির বক্তব্য, পরিচালকদের কাজ ভলান্টিয়ারি। এজন্য টাকা দেওয়া সম্ভব নয়। তাই টাকা দিতে চাচ্ছে না। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ এখন ঊর্ধ্বগামী। এটা যেন আরও ঊর্ধ্বে উঠে, তার চেষ্টার কমতি নেই বিসিবির। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দেশের ক্রিকেটকে ঢেলে সাজাতে নিরন্তন চেষ্টা করে যাচ্ছেন।
শিরোনাম
- ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান
- ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়বেন উমামা
- নরওয়ের তেল শোধনাগার অবরোধ গ্রেটা থুনবার্গের
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব রেহানা পারভীন
- করিডোর ইস্যুতে আর্মেনিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
- টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
- ইউক্রেনকে ভর্ৎসনা হাঙ্গেরির
- এজাহারভুক্ত সব পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করতে লিগ্যাল নোটিশ
- তিন দাবিতে জবির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
- গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
- চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
- ভারতের কড়া সমালোচনা করলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা
- চট্টগ্রামে জাহাজ থেকে পা পিছলে নিখোঁজ ১
- আড়াইহাজারে সড়কে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
- সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী গ্রেফতার
- নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত
- পাকিস্তান নাম প্রত্যাহার করায় এশিয়া কাপ হকিতে বাংলাদেশ
- সিলেটে ময়লার স্তুপ থেকে বন্দুক উদ্ধার
- এশিয়ায় আঞ্চলিক উত্তেজনা ‘বাড়ানোয়’ জার্মানিকে দায়ী করেছে চীন
- সাবেক এমপি অপু দুই দিনের রিমান্ডে
ভারতের বিপক্ষে সিরিজ
কে হচ্ছেন ম্যানেজার?
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর