২০ জুন থেকে পেশাদার ফুটবল লিগের দ্বিতীয়পর্ব শুরু হওয়ার কথা। মধ্যবর্তী দল বদলে শীর্ষ পর্যায়ে দলগুলো নতুন বিদেশি কালেকশনে নেমেছে। শেখ রাসেল ক্রীড়াচক্র দ্বিতীয় পর্বে নতুন কোচ হিসেবে বেছে নিয়েছেন মারুফুল হক মারুফকে। আনা হচ্ছে নতুন দুই বিদেশিকে। ১০ ম্যাচে ২৩ পয়েন্টে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম পর্বে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছে শেখ রাসেল, ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। সামনে শিরোপা লড়াই জমে উঠবে এ নিয়ে কোনো সংশয় নেই। তবে শেখ রাসেল ও শেখ জামালে তারকা খেলোয়াড় থাকাতে তাদেরই মধ্যে মূল লড়াই হওয়ার কথা। শীর্ষে থাকলেও যে কোনো মুহূর্তে অবস্থান এলোমেলো হয়ে যেতে পারে। তাই জামালও নতুন বিদেশি ফুটবলারের সন্ধানে নেমেছেন। অন্য কেউ নন, দলে যোগ দিচ্ছেন আগে খেলে যাওয়া হাইতির সনি নর্দে। ঢাকার মাঠে এ হাইতির অভিষেক ঘটে শেখ রাসেলের হয়ে। পরে শেখ জামালে যোগ দেন।
আইলিগ খেলতে সনি এবার যোগ দেন কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহন বাগানে। সেই লিগ শেষ করেই সনি ফিরে আসছেন শেখ জামালে। আগামী ৯ জুনে তিনি ঢাকায় আসছেন বলে জানান শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল। শুধু সনি নয় একই দিনে ঢাকা আসছেন কোচ জোসেফ আফুুসি। নাইজেরিয়ান এ প্রশিক্ষকের প্রশিক্ষণে শেখ জামাল গতবার লিগ জয় করেছিল। তিনি এবার আইলিগে চার্চিল ব্রাদার্সের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। নর্দে যোগ দেওয়াতে দল থেকে বাদ যাবেন লিওনেল। এদিকে দ্বিতীয় পর্বে ঢাকা মোহামেডানে নতুন বিদেশিকে দেখা যেতে পারে। শক্তিশালী দল না গড়লেও তরুণদের নিয়ে মোহামেডান লিগে ভালোই খেলছে। ২০ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাদের অবস্থান এখন দুয়ে। অবশ্য মোহামেডানের ফান্ডের অবস্থা নাকি করুণ। ক্লাব চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডিক্টের ইনচার্জ লোকমান হোসেন ভূঞা। এই অবস্থায় দ্বিতীয় পর্বে ক্লাব কতটুকু সুবিধা করতে পারবে যেটাই দেখার বিষয়। প্রথমপর্বে ঢাকা আবাহনী ৬ষ্ঠ স্থানে থাকলেও তারাও শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী। ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন, অবশ্যই নতুন বিদেশি আনা হচ্ছে। কিন্তু এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।