১টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ভারত ঢাকা আসছে ৮ জুন। ফতুল্লায় একমাত্র টেস্ট ও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। আগেও বেশ কবার বাংলাদেশ সফরে আসে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এবারে ধোনি, কোহলিদের ট্যুর ঘিরে বাড়তি উত্তেজনা থাকবে। বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে দুই অ্যাম্পায়ারের পক্ষপাতিত্বে বাংলাদেশ হার মানে ভারতের কাছে। নিরপেক্ষ অ্যাম্পায়ারিং হলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল। এরপর আবার নিয়ম ভঙ্গ করে ফাইনালে পুরস্কার বিতরণ করতে দেওয়া হয়নি আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে। এই ষড়যন্ত্রের পেছনে মূল ভূমিকা রাখেন আইসিসির চেয়ারম্যান ভারতের শ্রীনিবাসন। দেশে ফিরে ক্ষোভে আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন কামাল। দুটো ঘটনায় ভারতের ওপর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ক্ষুব্ধ। সিরিজে তাই উত্তেজনা দেখা যেতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সিরিজে কোনোভাবে আপত্তিকর প্ল্যাকার্ড বা ফেস্টুন ব্যবহার করা যাবে না। বিসিবির নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান মনজুর কাদের বলেন, আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুন, এমনকি উস্কানিমূলক শ্লোগান সিরিজে পুরোপুরি নিষিদ্ধ। কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নেবেন। মনে রাখতে হবে এটা খেলা, কোনো যুদ্ধ নয়। এমনিতে ভারত-পাকিস্তান স্পর্শকাতর বিষয়। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাঠে আপত্তিকর কর্মকাণ্ড করা যাবে না। কাদের বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই মধুর। এ সম্পর্ক ক্ষুণ্ন করে এমন কোনো মন্তব্য বক্তব্য সংবলিত প্ল্যাকার্ড ফেস্টুন গ্রহণযোগ্য হবে না, সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে গ্যালারিতে। সফরকালে ভারতীয় দলকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে কাদের জানান।
শিরোনাম
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
আপত্তিকর প্লাকার্ড ফেস্টুন নিষিদ্ধ
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর