শুধু ২০১০ বিশ্বকাপে নয়, ১৯৯৮ সালের বিশ্বকাপ ইভেন্টের সময়ও ঘুষ নিয়েছেন বলে স্বীকার করেছেন ফিফার সাবেক কর্মকর্তা চাক ব্লেজার। ফিফা প্রেসিডেন্টের পদ থেকে সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণার ঠিক একদিন পরেই নতুন এই তথ্য এলো।
আমেরিকান নাগরিক চাক ব্লেজার ১৯৯০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ফিফার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা ছিলেন। এছাড়া ১৯৯৭ সাল থেকে ২০১৩ পর্যন্ত ফিফার এক্সিকিউটিভ কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সাবেক ফিফা কর্মকর্তা চাক ব্লেজার জালিয়াতি, মানি লন্ডারিং, আয়কর ফাঁকিসহ ১০টি অভিযোগ নিজেই স্বীকার করে নিয়েছেন।
এর অাগে গত সপ্তাহেই মার্কিন প্রসিকিউটররা ঘুষ, জালিয়াতি ও মানি লন্ডারিং এর দায়ে ফিফার সাবেক ১৪ জন শীর্ষ কর্মকর্তাকে অভিযুক্ত করেছে। এদের মধ্যে সাতজনকে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা কংগ্রেস শুরুর কয়েক ঘণ্টা আগে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা