বয়স তখন মাত্র ১১ বছর। ওই সময় বার্সালোনা যুব একাডেমীতে যোগ দিয়েছিলেন স্পানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এরপর বার্সেলোনা ‘বি’ দল হয়ে মূল দলে। আগামী শনিবার বার্সার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলবেন জাভি। এরআগে ক্লাবটির হয়ে জীবনের ২৪টি বছর কাটিয়েছেন আর অবদান রেখেছেন ক্লাবের রেকর্ড ২৪টি শিরোপা জয়ে। এরপর ৩৫ বছর বসয়ী জাভি যোগ দেবেন কাতারের ক্লাব আল সাদে।
বুধবার ক্যাম্প ন্যুয়ে জাভিকে বিদায়ী সংবর্ধনা দেয় বার্সেলোনা। এসময় বক্তৃতাকালে নিজেও যেমন কাঁদলেন, সকলকেও কাঁদালেন। বিদায়ীমঞ্চে এদিন বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও জাভির দীর্ঘদিনের সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা উপস্থিত ছিলেন।
বিদায়ীমঞ্চে নিজের আবেগ ধরে রাখতে পারছিলেন না জাভি। চোখ বেয়ে নেমে আসছিল অশ্রুর ধারা। বিদায়ী বক্তব্যে জাভি বললেন, ‘এখানে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমেই আমি বার্সার প্রত্যেক সমর্থককে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের ভালোবাসাতেই আমি এখানে থেকেছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা ক্যাম্প ন্যুয়ে আমার নাম ধরে প্রতিধ্বনি তুলেছেন।’
বার্সেলোনাকে ধন্যবাদ জানিয়ে জাভি বলেন, ‘বার্সেলোনাকে ধন্যবাদ। মাত্র ১১ বছর বয়সে আমি এখানে এসেছিলাম। প্রায় ২৫ বছর ধরে ক্লাবটির সঙ্গে থেকেছি। কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এখানে এতদিন থাকতে পারব। এটা ভেবেই দারুণ ভালো লাগছে। আমি ছোট বেলা থেকেই একজন ফুটবলার হতে চেয়েছিলাম। আমি বার্সেলোনায় থেকে গর্ববোধ করছি। আমার ক্যারিয়ারের প্রতিটি কোচকে অসংখ্য ধন্যবাদ। ওনারা পাশে না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না।’
আগামী ৬ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বার্সার জার্সিতে শেষ ম্যাচ খেলবেন জাভি। চ্যাম্পিয়নস লিগ জিতলে এ মৌসুমে ট্রেবল-শিরোপা জেতার রেকর্ড গড়বে বার্সা। আর বার্সার হয়ে জাভি জিতবেন রেকর্ড ২৫টি শিরোপা।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব