রিকশা থেকে পড়ে বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজার আহত হওয়ার খবর শুনতে না শুনতেই আবার টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ। এবার অনুশীলনে হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে টানা ডাবল সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে মাশরাফির আঘাত গুরুতর নয়। তবে এখন পর্যন্ত রিয়াদের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ভারতের বিপক্ষে এই দুই ক্রিকেটার খেলায় ফিরতে পারবে এই প্রত্যাশা সবারই।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব