ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। অনুশীলনে হাতের আঙ্গুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে টানা ডাবল সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ। আঘাত এমনই যে রিয়াদকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে ভারতের বিপক্ষে ঘরের মাঠে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের এক সময় বাম হাতের দুই আঙ্গুলে ব্যাথা পান রিয়াদ। এরপর দলের চিকিৎসক তাকে পর্যবেক্ষন করেন।
চিকিৎসক বায়েজেদুল ইসলাম মাহমুদুল্লাহ প্রসঙ্গে জানিয়েছেন, মাহমুদুল্লাহর হাতের এক্স-রে করেছি। রিপোর্টে দেখা যাচ্ছে তার আঙ্গুলে কিছুটা চিড় ধরেছে। তবে, আঙ্গুলের অবস্থা আরও ভালো করে বোঝার জন্য তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যদি তার ফ্রাকচার জটিল হয়, তবে তাকে তিন সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর যদি মারাত্মক কিছু না হয়, তবে অল্প কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।
এরআগে, সকালে অনুশীলনে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয় মাশরাফির আঘাত গুরুতর নয়। এজন্য তার হাতে ব্যান্ডেস লাগানো হয়েছে।
আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি খেলবে দুই দল। এরপর ১৮, ২১ ও ২৪ জুন মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই যদি আঘাত গুরুতর হয় সেক্ষেত্রে পুরো সিরিজে মিস করবেন মাহমুদুল্লাহ।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব