বার্সালোনার স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে বুধবার ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ঠিক একই সময়ে আবার উয়েফার ডোপ কন্ট্রোলে যেতে হয় দলের বেশ কয়েকজন ফুটবলারকে। এ কারণে সতীর্থের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বার্সা স্ট্রাইকার লিওনেল মেসি।
এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন টানা চারবার ফিফা ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ফেসবুকে এক স্ট্যাটাসে মেসি লেখেন, উয়েফার ডোপ কন্ট্রোলে উপস্থিত থাকার কারণে আমরা জাভির বিদায় সংবর্ধনায় যেতে পারেননি।
উল্লেখ্য, আগামী শনিবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তবে ফাইনালের প্রস্তুতিতে কোন ধরণের কমতি নেই বার্সার সেরা তারকা মেসির।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব