ইউরোপ সেরার লড়াইয়ে আগামী শনিবার জার্মানীর বার্লিনে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ওই দিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারালেই নিজের হেয়ার স্টাইল বদলানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
বুধবার এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমরা (বার্সালোনা) যদি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি তাহলে আমার চুলে সোনালী রঙ লাগাবো।’
জুভেন্টাসকে হারানোটাও যে কঠিন হবে সেটাও স্বীকার করে নেইমার বলেন, ‘আমি মনে করি পুরো মৌসুমের সবচেয়ে কঠিন ম্যাচ হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। কিন্তু আমরা ইতিহাস গড়তে চাই। আর সেই ইতিহাসের খুবই কাছে এখন আমরা।
বিডি-প্রতিদিন/০৪ জনু, ২০১৫/মাহবুব