ফের দুর্ঘটনায় পড়লেন মাশরাফি বিন মর্তুজা। তবে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। তাই ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে না খেলার কোনো সম্ভাবনা নেই টাইগার ওয়ানডে ও টি-২০ অধিনায়কের। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে আসার সময় কাল সড়ক দুর্ঘটনায় পড়েন টাইগার অধিনায়ক। বাসা থেকে আসার সময় বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে যান মাশরাফি এবং আহত হন। তবে আঘাতটা গুরুতর নয়। দুই হাতের তালু ছিলে যায়। ডান হাঁটুতেও সামান্য ব্যথা পান। সেটাও গুরুতর নয়। অ্যাক্সিডন্টের পর পাশে দাঁড়ানো একজন ট্রাফিক সার্জেন্ট তাকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি মাশরাফি। উল্টো চলে আসেন ক্রিকেট বোর্ডে। এসে চিকিৎসা নেন বিসিবির ডাক্তারের কাছে। দুর্ঘটনা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, 'ব্যথা সিরিয়াস নয়। হাতের তালুতে সামান্য ব্যথা পেয়েছি। ডান হাঁটুতে আঘাত লাগলেও তেমন মারাত্দক নয়। ব্যথা বেশি হলে আমি বুঝতে পারতাম।' বাস ধাক্কা দেওয়ার আগেই অবশ্য রিকশা থেকে লাফ দেন মাশরাফি। এতেই ব্যথা পান তিনি। আঘাত গুরুতর না হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে টাইগার অধিনায়ককে। মাশরাফির ইনজুরি নিয়ে ফিজিও বায়েজিুদল ইসলাম বলেন, 'মাশরাফির আঘাত তেমন গুরুতর নয়। দুই হাতের তালু ছিলে গেছে। তারপরও আমরা তাকে ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে রেখেছি।' এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ৮ জুন ঢাকায় আসছে ভারত। মাশরাফি টেস্ট খেলবেন না। কিন্তু ১৮, ২১ ও ২৪ জুন তিন ওয়ানডে খেলবেন। তাই সুস্থ হওয়ার মতো যথেষ্ট সময় পাচ্ছেন টাইগার অধিনায়ক। ইনজুরি আর মাশরাফি এক সুতোয় গাঁথা। ক্রিকেট ইতিহাসে এমন কোনো নজির নেই যে ছয় ছয়বার হাঁটুতে সার্জারির পরও জাতীয় দলের হয়ে খেলছেন। শুধু খেলছেনই না, অধিনায়কত্ব করছেন। মাশরাফি সেই বীর ক্রিকেটার। যার দুই হাঁটুতে একবার নয়, ছয়বার অস্ত্রোপচার হয়েছে।