মেজর লিগ সকারে চেলসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের উপস্থিতি নিশ্চিত হয়েছিল বছরখানেক আগেই। চেলসি ছেড়ে ম্যানসিটিতে এক বছর খেলায় যুক্তরাষ্ট্রে তার অভিষেকটা দীর্ঘতর হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক এ ইংলিশ তারকা নিউইয়র্ক সিটি এফসির জার্সিতে অভিষিক্ত হলেন। গতকাল মন্ট্রিল ইম্প্যাক্টের বিপক্ষে মাঠে নেমেছিলেন ল্যাম্পার্ড। মেজর লিগ সকারে অভিষেকটা মোটেও সুখকর হলো না এ চেলসি তারকার। মন্ট্রিলের কাছে ৩-২ গোলের পরাজয় স্বীকার করেছে নিউইয়র্ক সিটি। এ পরাজয়ে মেজর লিগ সকারে আরও নিচের দিকেই নেমে গেল তারকাসমৃদ্ধ দলটা। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ছাড়াও এ দলে আছেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া এবং ইতালিয়ান তারকা আন্দ্রে পিরলো। মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটি চলতি বছরে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ১৭ নম্বরে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে ডি. সি. ইউনাইটেড।