আকর্ষণীয় পুরুষ হিসেবে বিশ্বজুড়েই নন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যশ-খ্যাতি আর বিত্ত কোনটিরই কমতি নেই। তার পেছনে নারীদের লাইনটাও তাই বেশ লম্বা। সাবেক বান্ধবীদের তালিকাটাও গত এক দশকে দুই সংখ্যা পার হয়েছে। একবার তো সি আর সেভেন সংক্রান্ত সংবাদ পাঠ করতে গিয়ে এক টেলিভিশন উপস্থাপিকা উত্তেজিত হয়ে অর্ধনগ্নই হয়ে গেলেন। সেই ক্রিশ্চিয়ানো রোনালদো এবার 'কুপ্রস্তাব' দিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন এক নারীর কাছে। অ্যালাইন লিমা নামের এক সুন্দরী মডেলের দাবি এমনই।
রোনালদো ব্রাজিলীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মডেল অ্যালাইন লিমার সঙ্গে একা সাক্ষাৎ করতে চেয়েছিলেন। মতলব বুঝতে পেরে সেই তরুণী নাকি যোগাযোগই বন্ধ করে দিয়েছেন রিয়াল তারকার সঙ্গে। ঘটনাটি এখন গণমাধ্যমের 'হট কেক'।
ঘটনার সূত্রপাত ইনস্ট্রাগ্রামে একটি মেসেজ নিয়ে। অস্ট্রেলিয়ায় সফর করছেন জানতে পেরে লিমা ইন্সটাগ্রামে সি আর সেভেনকে মেসেজ করেন। লিমার বয়ফ্রেন্ডের পাঠানো ফ্যান লেটার পেয়েছেন কি না- উত্তর জানতে চেয়েছিলেন লিমা। রিয়াল মাদ্রিদের ভক্ত তার বয়ফ্রেন্ড অ্যালেক্স। কিন্তু পর্তুগিজ তারকা যে জবাব দিলেন তাতে লিমা অবাকই হয়েছেন। জানতে চেয়েছেন, 'তোমার জিম করার সময়ের কোনো ছবি আছে?'
বিষয়টি লিমা এড়িয়ে যেতে চেয়েছিলেন। ব্যাপারটা তার বয়ফ্রেন্ড জানলে রাগ হবে, সেটিও রোনালদোকে অবহিত করেছেন। লিমাকে রোনালদো অভয় দিয়েছিলেন, 'কেউ জানতে পারবে না। প্রিয় বেবি।'
এখানেই শেষ নয়, রোনালদো ফোন নম্বরও চেয়েছিলেন লিমার। রিয়ালের ম্যাচের টিকিট দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তাকে। কিন্তু লিমা তাতে সায় দেননি। বরং সোজা জানতে চান, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি দেখা করবে কি-না? পাল্টা জবাবে সি আর সেভেন নাকি বলেছেন, 'বয়ফ্রেন্ডের সঙ্গে নয়, তোমার সঙ্গে দেখা করতে চাই।'
সেই সুন্দরী মডেল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছেন, 'সিরিয়াসলি?' এর পর নাকি লিমা রোনালদোর সঙ্গে সব ধরনের যোগাযোগই বন্ধ করে দিয়েছেন।
রোনালদোর তরফে কোনো বক্তব্য আসেনি এখনও। তবে অস্ট্রেলীয় মডেল যা বলেছেন তাতে রোনালদো ভক্তরা হতাশ হতেই পারেন। তবে রিয়াল তারকার সদ্য সাবেক বান্ধবী রুশ মডেল ইরিনা শায়াক হয়তো ঘটনায় মনে মনে হাসছেন।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ