ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিলান্ডারদের মতো বিশ্বসেরা বোলাররা থাকার পরও প্রথম টেস্টে 'ম্যান অব দ্য ম্যাচ' হয়েছিলেন বাংলাদেশের অভিষিক্ত পেসার মুস্তাফিজুর রহমান। আর এই ম্যাচে সেরা খেলোয়াড় অধিনায়ক মুশফিকুর রহিম। বৃষ্টির কারণে ম্যাচ দুটি ড্র হলেও দুই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার এসেছে টাইগারদের ঘরেই। টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অর্জনকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশফিক। তিনি বলেন, 'এটা একটা ইতিবাচক বিষয়। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন সেরা পারফরমার যেন আমাদের দল থেকেই আসে। তাহলে দেখা যাবে ম্যাচের ফলাফলও আমাদের দিকেই আসবে।'
এই টেস্টে বেশ কিছু ইতিবাচক দিকের পাশাপাশি নেতিবাচক অনেক বিষয়ও ছিল। সেট হওয়ার পরও উইকেট উপহার দিয়ে এসেছেন ব্যাটসম্যানরা। এ সম্পর্কে মুশফিক বলেন, 'টেস্ট ক্রিকেটে ৩০-৩৫ রান করে আউট হয়ে যাওয়া অবশ্যই ক্রাইম। আমরা টেস্ট র্যাঙ্কিংয়ের নিচের সারির দল। প্রতিদিন আমাদের সামনে বড় দলের বিপক্ষে দারুণভাবে সেট হওয়ার সুযোগ আসবে না। সুতরাং যেদিনই সেট হবেন, সেদিন আপনার উচিত হবে যতোটা সম্ভব বড় স্কোর করা।