জিনেদিন জিদান, লিওনেল মেসির মতো বিশ্ববিখ্যাত ফুটবলার ঢাকায় খেলে গেছেন। এবার দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে। এক এজেন্ডের মাধ্যমে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চেষ্টা চালাচ্ছেন নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পর্তুগাল ও আফ্রিকার কোনো এক দেশকে এনে প্রীতিম্যাচ খেলানোর। ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতিম্যাচ দেখতে উপচেপড়া দর্শকের সমাগম ঘটেছিল। সালাউদ্দিন আশা করছেন, পর্তুগাল এলেও রোনালদোকে দেখতে দর্শকদের ঢল নামবে। কিন্তু সমস্যা হচ্ছে অর্থের। কেননা রোনালদোর পর্তুগালকে ঢাকা আনতে কম করে হলেও ২৫ কোটি টাকা খরচ পড়বে। কিন্তু এই অর্থ পাওয়া যাবে কীভাবে? সালাউদ্দিন বলেছেন, তিনি স্পন্সরের জন্য চেষ্টা চালাচ্ছেন। জোগাড় হলে অবশ্যই রোনালদোকে আনা যাবে। ২০১১ সালে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনের পেছনে বাফুফের খরচ পড়েছিল প্রায় ৩০ কোটি টাকা।