প্রথম দুই ম্যাচে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ মোহাম্মদ আশরাফুল করেছিলেন ১৭১ রান। দল বাংলাদেশ টাইগার্সও পেয়েছিল বড় জয়। কিন্তু যুক্তরাষ্টের ডাইভার্সিটি কাপের সেমিফাইনালে বিশ্ব একাদশের সামনে করুণ পরিনতিই বরণ করতে হল আশরাফুল বাহিনীকে। ১২৩ রানের বিশাল ব্যবধানের হারে ফের মাথা নিচু হল আশরাফুলের।
প্রথমে ব্যাট করতে নেমে বিশ্ব একাদশ তিন উইকেট হারিয়ে করে ২২০ রান। আশরাফুল, ইলিয়াস সানি ও শাকের আহমেদ একটি করে উইকেট নেন। আলি ওয়াক্কাস বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া ধালিওয়ালের ব্যাট থেকে আসে ৫৩ রান।
এই রান তাড়া করতে নেমে ১২ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে বাংলাদেশ টাইগার্স।এক পাশ আগলে রেখে ২৭ বলে ৩৬ রান করেন নাদিফ চৌধুরী। তিনি ছাড়া আর মাত্র দু’জন ব্যাটসম্যানই দুই অংক পেড়োতে পেরেছেন। ওপেনিংয়ে নামা আশরাফুল করেন মাত্র দুই রান। বিশ্ব একাদশের রিজওয়ান চিমা নেন সর্বোচ্চ চার উইকেট। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান গ্রিন।
বিডি-প্রতিনিধি/০৪ জুলাই, ২০১৫/মাহবুব