অনুমতি না নিয়ে নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তে অংশ নেওয়ায় উমর আকমলকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরে অবশ্য জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানি এ ক্রিকেটার।
এদিকে, পাকিস্তানের ক্রিকেটে দুর্নাম বয়ে আনার অভিযোগে পিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন আকমল। ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ঘোষিত স্কোয়াডে সুযোগ হারিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
জানা গেছে, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে হায়দ্রাবাদ ও সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনসের মধ্যকার ম্যাচ চলাকালীন যথাযথ অনুমতি না নিয়ে হায়দ্রাবাদে নিষিদ্ধ ‘মুজরা পার্টি’তে অংশ নেন উমর আকমল। এসময় অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার খবর পেয়ে স্থানীয় পুলিশ ‘মুজরা পার্টি’তে হানা দেয়। সেখানের একটি বাংলো থেকে আরও কিছু ক্রিকেটারসহ আকমলকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে জামিনে মুক্তি পান তিনি।
এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, নির্দোষ প্রমাণিত হলে আকমলকে জাতীয় দলে ফিরিয়ে নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        