নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে এলো না ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সব নাটকীয়তা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
পার্থে বাছাইপর্বের হোম ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। নিরাপত্তার অজুহাতে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে নির্ধারিত সফর বাতিল করে। একই কারণে এই ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তর করতে বার বার ফিফার দ্বারস্থ হয় অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন। তবে কাজ হয়নি। আইসিসিকে বশে আনতে পারলেও ফিফা নিজ সিদ্ধান্তে ছিল অনঢ়। তাই বাধ্য হয়েই বাংলাদেশে আসতে হল অস্ট্রেলিয়াকে।
ঢাকায় আসলেও সফরের সময় কমিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার আসার কথা থাকলেও সোমবার রাত ৮টার দিকে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। নির্ধারিত অনুশীলন করেছে সিঙ্গাপুরে। মঙ্গলবার সরাসরি মাঠে নামবে সকারুরা। আর খেলা শেষেই আবার বাড়ির পথ ধরবে এদিন রাতেই। তাই সফরের সময় প্রায় ২৪ ঘণ্টার মতো।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        