ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের শতকে বিশাল সংগ্রহ গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে অস্ট্রেলিয়া। বুধবার রাতে তৃতীয় ওয়ানডেতে অজিদের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মিলার ঝরে ৪ উইকেটের জয় পেয়েছে ফাফ দু প্লেসির দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।
বুধবার ডারবানের কিংসমিডে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৭১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ডেভিড মিলারের ১০টি চার ও ৬টি ছক্কায় ৭৯ বলে অপরাজিত ১১৮ রানের উপর ভর করে চার বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/ ০৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম