ডোপিং কেলেঙ্কারিতে ধরা পড়ে টেনিস থেকে বহিষ্কারের শাস্তি রুশ তারকা মারিয়া শারাপোভার প্রাপ্য ছিল বলে দাবি করেছেন তার সাবেক বন্ধু গ্রিগর দিমিত্রভ।
বুলগেরিয়ার ২০ নম্বর বিশ্ব র্যাঙ্কধারী ও পাঁচবারের গ্র্যান্ড স্লাম বিজয়ী দিমিত্রভ বলেছেন, আমি মনে করি টেনিস অঙ্গন তার অনুপস্থিতি অনুভব করবে। একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে সে হয়ত ফিরে আসবে, কোর্টে নামার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করবে। তবে অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। এর কোনো বিকল্প নেই।
নিষিদ্ধ ওষুধ সেবনের দায়ে শারাপোভাকে দুই বছর টেনিসের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। তবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত শারাপোভার আপিলের বিপরীতে ১৫ মাস কমিয়ে শাস্তি বহাল রেখেছে। এর অর্থ হচ্ছে সবকিছু ঠিক থাকলে আগমী এপ্রিলেই শারাপোভার কোর্টে নামার কথা রয়েছে। শারপোভার আগেও ডোপ কেলেঙ্কারিতে জড়িত বেশ কিছু ঘটনা বিশ্ব টেনিসকে বেশ প্রভাবিত করেছে।
দিমিত্রভের মতে, এই ঘটনার বিপরীতে শাস্তির মাত্রাটাও এমনই হওয়া উচিত, যাতে সেটা উদাহরণ হয়ে থাকে।
বিডি প্রতিদিন/ ০৬ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম