খেলায় তো কত রকম অঘটনই ঘটে। হয়ত তেমনই একটা অঘটনের প্রত্যাশায় ছিল বলিভিয়া। কিন্তু না, যা ঘটার তাই ঘটলো। নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো নেইমারের ব্রাজিল।
নাতালের দাস দুনাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন নেইমার। মাত্র ১৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে ফিলিপে কৌতিনিয়ো। এরপর ফিলিপে লুইস আর গাব্রিয়েল জেসুসের গোল বানিয়ে দিয়ে ব্যবধান আরও বাড়ান নেইমার। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান রবের্তো ফিরমিনো। ৫টি গোলের বিপরীতে শোধ করা তো দূরের কথা, প্রতিপক্ষের স্কোরলাইন যাতে আর না বাড়ে সেই চেষ্টাই প্রাণপনে করে গেছে বলিভিয়া।
ব্রাজিলের হয়ে ৪৯ গোল হলো নেইমারের। ‘সাদা পেলে’ হিসেবে পরিচিত জিকোকে ছাড়িয়ে এখন এককভাবে ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন তিনি। সামনে এখন রোমারিও, রোনালদো আর পেলে।
আর এ জয়ে নয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তিতের শিষ্যরা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ