সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। যেহেতু আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে- এমন তথ্য আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
জানা যায়, বৃষ্টির কারণে ম্যাচটি বিঘ্নিত হলে ম্যাচটি বাদ হয়ে যাবে। যেহেতু কোন রিজার্ভ ডে এই সিরিজে ম্যাচেটির জন্য রাখা হয়নি। বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে ম্যাচেটি শুরু হবার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার