সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল। ভোরে এক পশলা মাঝারি আকারের বৃষ্টিও হয়ে গেছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে টাইগাররা মাঠে নামবেন কি না তাই নিয়েই তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কার মেঘ দূর করে দুই দলের মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দুপুর আড়াইটায় শুরু হবে খেলা শুরু হবে।
বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট যুদ্ধ দেখতে শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই মিরপুর স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন ধরে ক্রিকেট পাগল দর্শক। সকাল সাড়ে ৭টায় স্টেডিয়ামের গেটে দেখা গেছে প্রায় এক কিলোমিটারের বেশি লম্বা লাইন।
বিডি প্রতিদিন/৭ অক্টোবর, ২০১৬/ফারজানা