বাংলাদেশ-অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে চট্টগ্রাম সফর করছে পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বুধবার দুপুরে তারা চট্টগ্রাম আসেন।
প্রতিনিধি দলে রয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সিনিয়র ব্যবস্থাপক এ্যাডাম ফ্রেশার, দলের ম্যানেজার গেভিন ডবেই, বোর্ড সচিব সেন ক্যাররল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক দিমাশি এবং ক্রিকেটার এ্যাসোশিয়েশনের কর্মকর্তা চালর্স কার্টন।
বুধবার তারা সিএমপি কমিশনারের সাথে বৈঠক করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন। এরপর সাড়ে ১১টায় র্যাডিসন ব্লু পরিদর্শন করে দেখবেন তারা।
পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও র্যাডিসন ব্লু’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকেল চারটা ১০ এর বিমানে তারা ঢাকা ফিরবেন। ঢাকায় ফেরে রাতেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারা।
সূচি অনুযায়ী আগামী ১৮ আগস্ট ঢাকা আসবে অস্ট্রেলিয়া দল। শিডিউল অনুযায়ী ২২ আগস্ট ত্থেকে ফতুল্লায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বৃষ্টি ও জলজটের কারণে ফতুল্লার অবস্থা খারাপ হলে তার পরিবর্তে বিকেএসপিতে এই এই প্রস্তুতি ম্যাচ হতে পারে। ২৭ তারিখ থেকে শুরু হবে মূল সিরিজ।
বিডি প্রতিদিন/ ২৬ জুলাই, ২০১৭/ ই জাহান