শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে দুর্দান্ত শুরু করেছে ভারত। তিন উইকেটের বিনিময়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে কোহলিবাহিনী। তবে এ দিন অধিনায়ক কোহলি ব্যর্থ হলেও দারুণ ফর্মে ছিলেন ওপেনার শিখর ধাওয়ান। প্রথম দিনই ১৬৮ বলে ১৯০ রানের ইনিংস খেলেন তিনি। আর সেই সাথে মালিক হয়ে যান অনন্য এক রেকর্ডের।
গল টেস্টের প্রথম দিনে ভারতের হয়ে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ধাওয়ান। এ দিন দ্বিতীয় সেশনে তিনি যোগ করেছেন ১২৬ রান। ৬৪ রান নিয়ে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে যান ধাওয়ান। এরপর দ্বিতীয় সেশনে চা-বিরতির আগে নামের পাশে ১৯০ রান রেখে আউট হন। অর্থাৎ দ্বিতীয় সেশনে ১২৬ রান যোগ করেন ধাওয়ান। আর তাতেই ভেঙ্গে যায় ৫৫ বছরের পুরনো রেকর্ড।
এর আগে, ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিনের দ্বিতীয় সেশনে ১১০ রান করেছিলেন উমরিগর। এতদিন এই রেকর্ডটি তার দখলেই ছিল।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৭/ওয়াসিফ