মিয়ানমারের রাখাইনে নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়সহ সারাবিশ্বের নিপীড়িত মানুষের জন্য দোয়া করছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাশিম হামলা। শুক্রবার পাকিস্তানে অবস্থানরত জুমার নামাজের আগে এক টুইটার বার্তায় এই আহ্বান জানান তিনি। সেখানে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন দক্ষিণ আফ্রিকার এ মুসলিম খেলোয়াড়। টুইটারে লেখেন, 'দয়ালুরা পৃথিবীর সেরা মানুষ। অন্যের প্রতি সদয় হোন। রোহিঙ্গা ও পৃথিবীর সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করুন।'
এসময় তিনি নিপীড়িতদের জন্য দোয়া করতে বিশ্ব মুসলিম উম্মাহকেও আহ্বান জানান।
আইসিসির উদ্যোগে স্বাগতিক ও বিশ্ব একাদশের মাঝে আয়োজিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছেন আমলা। তিন ম্যাচের সিরিজের দু'টি খেলা শেষে ১-১ সমতায় রয়েছে পাকিস্তান ও বিশ্ব একাদশ। শুক্রবার রাত ৮টায় লাহোরে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত