ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তানের লড়াইয়ের কথা সবাই জানেন। শারজায় জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা, ওয়াকার ইউনিসের বাউন্সার শচীন টেন্ডুলকারের হেলমেটে আছড়ে পড়া- দুই দেশের ক্রিকেট-দ্বৈরথ নিয়ে কত কালিই না খরচ হয়েছে সংবাদ মাধ্যমে।
এবার ওয়াঘার ওপার থেকে মহেন্দ্র সিংহ ধোনির জন্য প্রশংসা ভেসে এলো। আর সেই প্রশংসা করলেন আরেক ক্রিকেটার। তিনি শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। শোয়েবের আরও একটি পরিচয় রয়েছে। ভারতের টেনিস কন্যা সানিয়া মির্জার স্বামী শোয়েব।
সেই শোয়েব ভারতের প্রাক্তন অধিনায়ককে ঘুরিয়ে সর্বশ্রেষ্ঠ বলেছেন। টুইটারে এক ইউজার শোয়েবকে প্রশ্ন ছুড়েছিলেন, 'এমএস ধোনিকে নিয়ে কিছু বলুন?'
প্রশ্নের জবাবে মালিক বলেন, 'লিজেন্ড GOAT'। এত পর্যন্ত পড়ে অনেকেই চমকে উঠতে পারেন। এভাবে কেন শোয়েব মালিক শ্রদ্ধা জানাতে গেলেন ধোনিকে। তবে কি বোঝাতে চেয়েছেন শোয়েব মালিক?
আসলে সানিয়ার স্বামী ধোনিকে বলেছেন, 'গ্রেটেস্ট অফ অল টাইম।' অর্থাৎ সর্বকালের সেরা ধোনি। সেটাই ঘুরিয়ে, মজা করে বলেছেন শোয়েব।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত