কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ডেল স্টেইন। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরা হচ্ছে না তার। ফলে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে স্টেইনকে নিয়ে বাড়তি পরিকল্পনার প্রয়োজনও হচ্ছে না টাইগারদের। বাংলাদেশকে হয়তো ভাবতে হবে না ৩২ বছর বয়সী ভারনন ফিল্যান্ডারকে নিয়েও। মঙ্গলবার শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না এই প্রোটিয়া বোলারের। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেতে এখানে খেলাটা অনকেটা বাধ্যতামূলকই করা হয়েছে প্রোটিয়া খেলোয়াড়দের জন্য।
কেপ কোবরার হয়ে চার দিনের প্রথম শ্রেণীর ম্যাচে ফিল্যান্ডারের খেলার কথা ছিল। কিন্তু নাইটসের বিপক্ষে ম্যাচের আগে ফিল্যান্ডারের না খেলাটা কেপ কোবরার কোচ অ্যাসওয়েল প্রিন্স নিশ্চিত করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ‘প্রথম ম্যাচে ভারনন (ফিল্যান্ডার) খেলতে পারছে না। এটি হতাশার, কারণ আমরা জাতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে এসব বিষয় নিয়ন্ত্রনে আনতে পারছি না। আমাদের ক্রিকেট দক্ষিণ আফ্রিকার গাইড লাইন মেনে চলতে হচ্ছে।’
প্রসঙ্গত, ইংল্যান্ড সফরে ইনজুরিতে পড়েছিলেন ফিল্যান্ডার। যা থেকে পুরোপুরি তিনি সেরে উঠেননি বলেনই ধারণা করা হচ্ছে। ইংল্যান্ডে ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের তীব্র সমালোনার শিকার হয়েছিলেন। ফিল্যান্ডার ফিল্ডিংয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করছেন কিনা সেই প্রশ্ন তুলেছিলেন স্মিথ। সিরিজের পর কেপটাউনে স্মিথের সঙ্গে মিটিংও করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র একটি ম্যাচই পাওয়া যাবে। আর নতুন দক্ষিণ আফ্রিকান কোচ অটিস গিবসন জাতীয় দলের খেলোয়াড়দের জন্য চারদিনের ক্রিকেট ম্যাচটিতে খেলা বাধ্যতামূলক করেছেন। যেখানে ফিল্যান্ডার খেলতে না পারায় বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ পাওয়াটাও তার অনিশ্চিত হয়ে পড়লো।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ