পাকিস্তানের তারকা ফার্স্ট বোলার মোহাম্মদ ইরফানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর নিজে ফিট আছেন জানিয়েছে অক্টোবরে ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কা সফরে দলে ঢোকার প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের দৈত্যাকৃতির এই পেসার।
দ্য ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভাগ্যকে দুষছেন ইরফান। তিনি বলেন, আমি কতটা দুর্ভাগা যে ঘরের মাঠে ক্রিকেট ফিরলেও সেই সময়ে দলের হয়ে অংশ নিতে পারিনি। একই সঙ্গে একজন খেলোয়াড়ের দলের বাইরে থাকাটাও কত হতাশাজনক তাও অকপটে স্বীকার করেছেন এই পেসার।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তাকে ৬ মাসের নিষেধাজ্ঞা ও ১০ লাখ রুপি জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব