বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলো রাজশাহী কিংস। শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুর বলরুমে বিপিএলের পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। প্লেয়ার ড্রাফটে সবার আগে ডাকা হয় মুস্তাফিজের নাম।
ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরির একমাত্র দেশি ক্রিকেটার মুস্তাফিজ। ক্যাটাগরি হিসেবে তিনি পাবেন প্রায় ৪৫ লাখ টাকা।
এর আগে প্রথমবারের মতো আইকন ক্রিকেটারের ট্যাগ লাগিয়ে বরিশাল বুলসে নাম লিখিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ। কিন্তু শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় এবারের আসরে খেলতে পারছে না বরিশাল। তাই আইকন থেকে সরে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয় বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ