র্দীঘ এক দশক ধরে এক নারীকে ১৫০ বারের বেশি ধর্ষণ করার অপরাধে দক্ষিণ আফ্রিকান সাবেক ফাস্ট বোলার ডিয়ন তালজার্ডকে ১৮ বছরের কারাদণ্ড দিল ম্যানচেস্টারের মিনস্যাল স্ট্রিট ক্রাউন কোর্ট। ডিয়নের বিরুদ্ধে অভিযোগ, ২০০২ থেকে ২০১২–এর মধ্যে ওই নারীকে ১৫০ বারের বেশি ধর্ষণ করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিওন তালজার্ড। পাকিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করা সাবেক এই পেসারের দাবি, তাকে ফাঁসানো হয়েছে। তবে বিচারক বলছেন, “ডিওন শুধু নারীকে ধর্ষণই করেনি, তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে।”
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে না খেললেও, প্রথম শ্রেণির ক্রিকেটে চুটিয়ে খেলেছেন ডিয়ন। ১৯৯৩ থেকে ১৯৯৯ –এর মধ্যে প্রথম শ্রেণির দল বর্ডারের হয়ে প্রতিনিধিত্ব করেন এই ডানহাতি ফাস্ট বোলার।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব