দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের টেস্টের পরিসংখ্যানটা মোটেও ভালো না। এর আগে দুইবার দক্ষিণ আফ্রিকা সফর করে মোট চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবগুলোই ইনিংস ব্যবধানে হার। দীর্ঘ সময় পর সামনে আবার একটি দক্ষিণ আফ্রিকা সফর, তবে এবার পুরনো সব খারাপ রেকর্ড মুছে ফেলতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
ঢাকা ত্যাগের আগে শনিবার দুপুরে মুশফিক বলেন, 'রেকর্ডের দিকে দেখলে আসলে সাউথ আফ্রিকায় খুব একটা ভালো রেকর্ড নেই আমাদের। ওখানে সবকটা টিমই আসলে স্ট্রাগল করে। আমরা যাব, আমাদের স্ট্রাগল করতে হতে পারে। কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব ভালো করতে।'
তিনি আরও বলেন, ২০০২ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলো বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার মাত্র দুই বছরের মাথায় কঠিন ওই সফরের স্মৃতি ভুলে যাওয়ার মতই। তার ছয় বছর পর ২০০৮ সালে আরেকবার ফাফ দু প্লেসিদের দেশে যায় বাংলাদেশ। তখনকার দলে সাকিব, মুশফিকরা ছিলেন নতুন। ভুগেছিলো সে দলও। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে টেস্টে হারানো গেছে। ঘরের বাইরেও ভালো খেলার বিশ্বাসও জন্মেছে তাদের।
মুশফিক বলেন, 'লাস্টবার যে দলটা গিয়েছিলো আমাদের তারচেয়ে এখন অনেক পরিণত, অনেক ইম্প্রুভ একটা দল। আমরা স্কিলটা যদি ভালোমতো দেখাতে পারি তবে টিম হিসেবে আমাদের ভালো খেলার চান্স আছে।'
নিউ জিল্যান্ড সফরের কথা উল্লেখ করে অধিনায়ক আরও বলেন, 'নিউ জিল্যান্ডে রেকর্ডও আমাদের ভালো ছিলো না। লাস্ট যে দুইটা টেস্ট খেলেছি হয়তবা হেরেছি। কিন্তু আগের চেয়ে অনেক ইম্প্রভ হয়েছে। অনেক ভালো ভালো পারফর্ম্যান্সও ছিলো।'
পচেস্ট্রমের ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ব্লুমফন্টেইন। আর ৬ অক্টোবর থেকে মানগুয়াং ওভালে শুরু হবে দু প্লেসিদের বিপক্ষে শেষ টেস্ট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ অক্টোবর থেকে। ২৬ ও ২৯ অক্টোবর হবে সিরিজের দুটি টি-টুয়েন্টি ম্যাচ।
বিডি-প্রতিদিন/১৬ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ