অন্য ভূমিকায় দেখা গেল দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরকে। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বিশ্ব একাদশ বনাম পাকিস্তানের তৃতীয় টি২০ ম্যাচ তখন সবে শেষ হয়েছে। এরপরই নেটে পড়েন ইমরান তাহির। সঙ্গে পাকিস্তানের তরুণ লেগস্পিনার শাদাব খান।
দেখা গেল তরুণ স্পিনারটিকে বোলিংয়ের নানা খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছেন তাহির। আইসিসির তরফে সামি উল হাসান টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘ইমরান তাহির তার জ্ঞান এবং অভিজ্ঞতা উজাড় করে দিচ্ছে শাদাব খানকে।’
এরপরই টুইটারে তাহিরের প্রশংসার হিড়িক পড়ে যায়। কেউ কেউ বলেন, ‘ইমরান তাহির যে বড় মনের মানুষ, তার পরিচয় দিল।’ আবার অনেকেই বলেছেন, ‘এটাই তো স্পোর্টসম্যান স্পিরিট।’
আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। বিশ্ব একাদশকে ৩ ম্যাচের টি২০ সিরিজে ২–১ হারাল পাকিস্তান। যে সিরিজে এক শিক্ষকের ভূমিকায় দেখা গেল তাহিরকে।
বিডি প্রতিদিন/ ১৫ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর