এমবাপেকে নিয়ে শোরগোল ফুটবল বিশ্বে। অনেকেই পেলে কিংবা মেসির সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন মোনাকো থেকে পিএসজিতে সই করা কিলিয়ান এমবাপের। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার কয়েকদিন আগেই এমবাপেকে ভবিষ্যতের পেলে বলে চিহ্নিত করেছিলেন। কেউ কেউ আবার বলছেন, এমবাপে নাকি আগামী দিনে মেসিকেও ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।
ম্যানচেস্টার সিটি কোচ কিন্তু এখনই তা মনে করছেন না। বার্সিলোনায় দীর্ঘদিন মেসিকে কোচিং করিয়েছেন পেপ গার্দিওলা। খুব কাছ থেকে দেখেছেন মেসিকে। সেই অভিজ্ঞতা থেকেই সিটি কোচ বলছিলেন, সবাই মেসি হতে পারে না। এমবাপে হয়ত দারুণ প্লেয়ার। কিন্তু বিগত ১০-১২ বছরে মেসি যা করেছে কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই ধরুন। তার বিচারে বলতে পারি এমবাপের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।
এমবাপের উপর এখনও প্রত্যাশার চাপ আসেনি। অপরদিকে মেসি প্রতি মৌসুমে ৬০-৭০টা ম্যাচ খেলছে। বড় ম্যাচে গোল করা ছাড়াও ফাইনাল পাস বাড়াচ্ছে। তিনদিন অন্তর একটি ম্যাচ খেললেও চোট খুব কম পায়। কারণ নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে জানে মেসি। আর এমবাপে তো সবে ফুটবলজীবন শুরু করল। আগামী দিনে না হয় ওর সম্পর্কে চূড়ান্ত রায় দেওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৬ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত