ভারতের চতুর্থ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি অর্ধশতক করার গৌরব অর্জন করেছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। শচীন টেন্ডুলকার (১৬৪) , রাহুল দ্রাবিড় (১৪৬) ও সৌরভ গাঙ্গুলীর (১০৭) পর ধোনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রবিবার ধোনি তার ক্যারিয়ারের ৩০২ তম ওডিআই ম্যাচ খেলতে নামেন। দলের ব্যাটিং বিপর্যয়ে ৭৯ রানের একটি কার্যকর ইনিংস খেলেন ধোনি। তুলে নেন ক্যারিয়ারের ৬৬ তম ওডিআই ফিফটি। এছাড়া ধোনি তার ৯০ ম্যাচের টেস্টে ক্যারিয়ারে ৩৩ টি ফিফটি ও ৭৮ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ১ টি ফিফটি করেছেন।
এদিকে ওডিআইতে ধোনির ক্যারিয়ার রান এখন ৯৭৩৭। আর মাত্র ২৬৩ রান করতে পারলেই ওডিআইতে ১০ হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন এম এস ধোনি।
বিডিপ্রতিদিন/ ১৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান