গায়ে যখন নেই জাতীয় দলের নীল জার্সি, তখন তার কথা মনে থাকে না অনেক ক্রিকেটপ্রেমীর। তার শহরে খেলছে ভারত, অথচ তিনি নেই। নিজের ৩১তম জন্মদিন কাটালেন রবিচন্দ্রন অশ্বিন উরস্টারশায়ারের বাড়িতে। সিঙ্গে ছিলেন স্ত্রী–কন্যা। তবে তিনি দিনটা স্মরণীয় করে রাখলেন তার এক অনুরাগীকে চিপক স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের এক টিকিট পাঠিয়ে।
দুটি কিডনিই খারাপ পি ভেঙ্কটেশনের। ৪৩ বছর বয়স। অসুস্থ শরীর নিয়ে সাধারণ গ্যালারিতে বসে, চিপকে খেলা দেখেছেন। ইচ্ছে ছিল মাঠে বসে তার প্রিয় বোলার রবিচন্দ্রন অশ্বিনের খেলা দেখার। কিন্তু ‘বিশ্রামে’ থাকায় তা সম্ভব হয়নি। বাঁচবেন কি না ঠিক নেই। আরও ঠিক নেই, অশ্বিন কবে আবার ভারতের জার্সি গায়ে চিপকে খেলবেন। তাই মন খারাপ হয়েছিল তার।
খবরটা পেয়েই অশ্বিন বিদেশ থেকে একটি কোম্পানির মালিককে তার হসপিটালিটি বক্সের একটি টিকিট চেয়ে অশ্বিন ফাউন্ডেশনের কর্তাদের মাধ্যমে ওই ক্রিকেটপ্রেমীর বাড়িতে তা পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে ভেঙ্কটেশন অবাক হয়ে যান।
অশ্বিন ফাউন্ডেশনের কর্তাদের তিনি বলেন, ‘সাধারণ গ্যালারি থেকেই এতকাল খেলা দেখে আসছি। এই প্রথম হসপিটালিটি বক্সে ঢোকার প্রবেশাধিকার পেয়ে কী যে আনন্দ হচ্ছে, তা বলে বোঝাতে পারব না।’
জন্মদিনে ভাল ভাল কাজ করার দিকে মন দেন অনেকেই। বিদেশে থেকেও, নিঃশব্দে ভারতের এই অফস্পিনার নিজের মানবিকতার প্রদীপের জ্বালালেন। তিনি জানান, ‘না না, প্রচার পাওয়ার জন্য আমি এ সব করিনি। দুটি কিডনিই কাজ করছে না। এই অবস্থায় কেউ যদি খেলা দেখে খুশি হয়, সেটুকু উদ্যোগ নেব না?’
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর