বর্তমান ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলির পাশাপাশি আরেকটি নাম বেশ উচ্চারিত হচ্ছে তিনি হার্দিক পান্ডিয়া। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে সবাই যখন ব্যর্থ তখন ব্যাট হাতে চার ছক্কার খৈ ফুটিয়েছেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন র্হার্দিক পান্ডিয়া। চার ছক্কার ধুন্ধুমার মারে ধোনির সাথে গড়েছেন বড় জুটি। করেছেন ৬৬ বলে ৮৩ রান যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চারের মার।
হার্দিকের এই ছক্কা মারার রহস্য সম্পর্কে মুখ খুললেন তার একসময়ের কোচ মোরে তিনি বলছেন, ‘‘টাইমিং, ব্যাট সুইং এবং ব্যাট স্পিড। এই তিনটে যদি আপনি ঠিকঠাক করতে পারেন, তা হলে বড় শট নিতে সমস্যা হয় না। হার্দিক এই তিনটে ব্যাপারেই পুরো নম্বর পাবে। ওর মারা ছয়গুলো দেখেছেন! কোনও স্লগিং নয়। সব ব্যাটের মাঝখান দিয়ে মারা।’’
হার্দিকের বিগ শট নেওয়ার ক্ষমতার পিছনে আরও দু’টো কারণের কথা বলছেন মোরে। এক, হার্দিকের উচ্চতা। যা বল লিফট করার পক্ষে আদর্শ। দুই, হার্দিকের অনুশীলন। ‘‘ও নেটে নিয়মিত বড় শট নেওয়া প্র্যাকটিস করে। ২৫০ থেকে ৩০০ বল মারে। সহজাত ক্ষমতার সঙ্গে পরিশ্রমের মিশেলের ফলই কিন্তু হার্দিক।’’
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭