ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে এভারটনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে দলটি।
উড়ন্ত ম্যানইউয়ের হয়ে খেলার চার মিনিটেই ২৫ গজ দূর থেকে জোড়ালো শটে এভারটনের জাল ভেদ করেন অ্যান্টনিও ভ্যালেন্সিয়া। এই ১-০ গোলে এগিয়ে থেকেই ৮৩ মিনিট পর্যন্ত যায় ম্যানইউ। এ সময় হেনরিক মিখতারিয়ান ও রোমিও লুকাকু পাঁচ মিনিটের ব্যবধানে দু'টি গোল করেন। যোগ করা সময়ে পেনাল্টি থেকে এভারটনের বিপক্ষে ব্যবধানটা আরেকটু বাড়িয়ে দেন অ্যান্থনি মার্শাল।
এতে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছে হোসে মরিনহোর শিষ্যরা। পয়েন্ট ও গোল ব্যবধান সমান থাকার পরও ম্যানইউ দ্বিতীয় স্থানে রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ