পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হেরে গেলেও, নির্বাচিত বিশ্ব একাদশের কোচ জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার এবারের পাকিস্তান সফরকে চিরকাল মনে রেখে দেবেন বলে জানিয়ে দিলেন।
একসময় ইংল্যান্ডের জাতীয় দলের কোচ ছিলেন ফ্লাওয়ার। তবে এবার ফাফ ডুপ্লেসিস, হাসিম আমলা বা ইমরান তাহিরদের নিয়ে কাজ করাটা যে রীতিমতো উপভোগ করেছেন, তাও জানিয়ে দিতে ভোলেননি জিম্বাবোয়ের সাবেক এই টেস্ট অধিনায়ক।
তবে অ্যান্ডি ফ্লাওয়ারকে সবচেয়ে মুগ্ধ করেছে পাক মুলুকের আতিথেয়তা। তিনি বললেন, ‘পাকিস্তানের খাওয়া-দাওয়া দুর্দান্ত। তবে ও দেশের মানুষদের চোখেমুখে আবেগের বহিঃপ্রকাশ দেখে আমি সত্যিই মুগ্ধ। গাদ্দাফির গ্যালারিতে যার সঙ্গেই দেখা হয়েছে, প্রত্যেকেই ওদের দেশে ক্রিকেট খেলতে পা রাখার জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন।"
ফ্লাওয়ার আরও বলেন, "ক্রিকেট যে কোনও গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে না, এই সফর নতুন করে তা প্রমাণ করেছে। এমনকী দ্বিতীয় ম্যাচে আমরা যখন জয়ের পথে, তখনও পাক ক্রিকেটভক্তরা যেভাবে আমাদের দলকে নিরন্তর সমর্থন জুগিয়ে গেছেন, তাতে মুগ্ধ না হয়ে পারিনি। পাকিস্তানের এই সফরটা চিরকাল আমার মনে থেকে যাবে।"
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর