জয়া চাকমা। বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী দলের কোচ। সম্প্রতি দিল্লির সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবলে ভারতের এনএসসি মিজোরামকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়নই হয়েছে বিকেএসপির কিশোরীরা। আর এ জয়ে মূল কারিগর হিসেবে যার ভূমিকা অনন্য সে হচ্ছে জয়া।
কোচিং ক্যারিয়ার সবেই পদার্পণ করেছেন জয়া। কোচ হিসেবে এটাই তার প্রথম সফর ছিল। সেই সফরের চমক দেখিয়েছে জয়ার শিষ্যরা। দিল্লি জয় করে চ্যাম্পিয়ন হয়েই ফিরেছে তারা।
এ প্রসঙ্গে জয়া বলেন, 'কেউ একজন বলেছিল জীবনে ফাইনাল বলতে কিছু হয় না। একজন মানুষকে সারাজীবন কোনো না কোনো পরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়। শুরুটা গল্পের মত শুরু হল, এতটা আশা করিনি। কে জানে ভাগ্য আগে থেকে লেখা থাকে কিনা তারপরও ভাগ্যবান লোকের সংখ্যাও নেহাত কম নয়।'
তিনি আরও বলেন, 'মেয়েরা দারুন খেলেছে, প্রত্যকটি ম্যাচে ওদের এক একজনকে আমার খেলোয়াড়ের চাইতে এক একজন ফাইটার বলে মনে হয়েছে। আমি কোচ হিসেবে ওদের বুঝাতে পেরেছিলাম মাঠের বাইরেও আমি ওদের ভবিষ্যত নিয়ে ভাবি, এটা ম্যাজিক এর মত কাজ করেছে। খেলোয়ার এবং কোচের মধ্যে একটা বোঝাপোড়ার সম্পর্ক থাকা খুব জরুরি।'
এর আগে জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য হিসেবে খেলেছেন জয়া। তিনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী মহিলা রেফারিও। পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল, তাজিকিস্থান ও জার্মানিতে গিয়ে রেফারিং করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হয়ে ৭ বছর ধরে রেফারিংয়ে যুক্ত। আর ফুটবল কোচ হিসেবে এশিয়ান ফুটবল ফেডারেশনের 'সি" অনুমতিপত্র পেয়েছেন।
শিক্ষাজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন জয়া চাকমা।
বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭