বয়স ৪০ এর কাছাকাছি। ক্রিকেটে গেইল মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং। আাসন্ন ইংল্যান্ড বিশ্বকাপ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়েস্ট ইন্ডিজ বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। গেইলকে তরুণ ক্রিকেটারদের আদর্শ হিসেবে অভিমত ব্যক্ত করেছেন ড্যারেন ব্রাভো।
সোমবার এক সাক্ষাৎকারে ব্রাভো জানান, গেইল নিশ্চিতভাবেই তরুণ ক্রিকেটারদের আদর্শ। কেবল আদর্শ নয়, সে একজন কিংবদন্তিও। তাকে ড্রেসিংরুমে পাওয়া সৌভাগ্যের বিষয়, অমূল্যও বটে।
তিনি আরে বলেন, এই পৃথিবীতে কজন মানুষ হাসাতে পারে। গেইল অনায়াসে সেটি পারে। ড্রেসিংরুমে যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই তা খুবই উপভোগ করি। সাজঘরে সে সবসময় তরুণদের নানা তথ্য দেয়। বিভিন্ন বিষয়ে তাদের সাহায্য করে। ক্রিকেট খুব ভালো বুঝে ও।
তিনি বলেন, রেকর্ড-পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যায়- গেইল ক্রিকেটকে কতটা দিয়েছে। সত্যিই তার মতো ক্রিকেটার পেয়ে খুশি আমরা। ওর বয়স হয়েছে। কিন্তু এখনও আতঙ্ক ছড়ায়। প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপন ধরায়।
এ পর্যন্ত দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ২৮৪টি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় বিশ বছরের ক্যারিয়ারে ৩৭.১২ গড়ে মোট রান করেছেন ১১ হাজার ৩৩৩। আছে ২৩টি শতক আর ৪৯টি অর্ধশতকের ইনিংস।
বল হাতেও গেইল নিয়েছেন ১৬৫ উইকেট। এক ম্যাচে সর্বোচ্চ ৫টি উইকেট। এছাড়া ৪টি করে উইকেট নিয়েছেন তিন ম্যাচে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন