এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। মিয়ানমারের অনুষ্ঠিত এই আসরে ফিপিলপাইনের জালে ১০ গোল দিয়েছে মারিয়া-তহুরারা।
ফিলিপাইনের বিপক্ষে বিশাল এই জয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ চূড়ান্ত পর্বের পথে কিছুটা হলেও এগিয়ে গেল বাংলাদেশ দল। চার দলের গ্রুপে চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই, রানার্স আপ হলেও পাওয়া যাবে চূড়ান্ত পর্বের টিকিট, চলতি বছর সেপ্টেম্বরে যা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে।
এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বের দ্বিতীয় ধাপে এতো ভালোর শুরুর আশা করেনি হয়তো বাংলাদেশও। মাঠে নামার আগে বাংলাদেশের জন্য বড় এক ধাঁধার নাম ছিল ফিলিপাইন। কারণ এর আগে ফিলিপাইনের সঙ্গে কোনো পর্যায়েই খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের মেয়েদের ।
বাছাই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক মিয়ানমার, চীন ও ফিলিপাইন। ১ মার্চ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচটি চীনের সঙ্গে খেলবে ৩ মার্চ।
বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত