এএফসি অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পর্বের বাছাইয়ে ফিলিপাইনকে গোল বন্যায় ভাসিয়ে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।
মানডালারথিরি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। শামসুন্নাহারের ক্রসে গোল করেন আঁখি। ১৭ মিনিটে গোল করেন তহুরা। এক মিনিট পরেই শামসুন্নাহারের গোলে ব্যবধান হয় ৩-০। ৩৭ মিনিটের মধ্যে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে শামসুন্নাহারের গোল করেন।
যার ফলে প্রথমার্ধ্বে ৬-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধ্বেও আরো ৪ গোল তুলে নেয় বাংলাদেশের নারী ফুটবলাররা। শেষ পর্যন্ত ১০-০ ব্যবধানের বড় জয় নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিতের মিশন শুরু করে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর